নীল শাড়িতে খোলা চুলে তোমায় প্রথম দেখেছিলাম,
সেই ছবিটা আজও চোখে লেগে আছে।
মনের ওয়াল পেপারে সেই ছবি অমলিন আজও।
তোমায় খোলা চুলে দেখলে আজও মনে মেঘ জমে।
মনে পড়ে তোমার সেই বৃষ্টি হয়ে ঝরে পড়ার দিনগুলো।
তোমার হাসিত মুক্তো ঝরে, আমি সারা রাত সেই মুক্তো কুড়াই।
প্রেম তো বয়স মানে না, বসন্তের নতুন পাতার মত,
বুকের জমিতে নতুন ঘাস গজায় নিয়ম করে।
সেই ঘাসের আঙিনায় মাথা রেখে তুমি শুয়ে আছো।
তোমার নিশ্বাসের শব্দ আমি চোখ বুজলেই টের পাই।
মনের আঙিনায় তুমি রোজ সকালে আদর করে নিকিয়ে দাও।
সন্ধ্যায় ধূপ ধুনো দাও মনের মন্দিরে।
মনের পুরোটা জুড়ে তুমিই বসে আছো।
ষড় ঋতুতেই নতুন করে তোমায় খুঁজে পাই,
বসন্তে তুমি আসো কচি পাতার মত নতুন রূপে,
চৈত্র মাসে তোমার চোখে আমি সর্বনাশী ইঙ্গিত দেখি।
বৈশাখে তুমি কালবৈশাখীর মত পূর্ণ মেজাজে ধরা দাও,
আষাঢ়ে গোপন অভিসারে বৃষ্টি হয়ে ঝরে পড় আমার বুকে।
আশ্বিনে তুমি নবপ্ত্রিকায় সেজে ওঠো।
পৌষে তুমি আলপনা দাও আমার বুকের আঙিনায়।
তুমি আমার সকল নিয়ে বসে আছো হে প্রাণসখা।
তোমার মধ্যেই আমি দেখেছি বিশ্বরূপের দর্শন।