আবার ভুলে যাব দ্বিতীয় চন্দ্রগুপ্ত
পানিপথ থেকে পাটলিপুত্র,পাই আর স্কয়ার,প্যাসকেল..
প্রথম সূত্রে-
একই সরল রেখা ধরে চলা কালীন আমাদের মাঝে কোনো বাধা থাকবে না কোনোদিন,তৈরী হবে না কোনো দেওয়াল..!
আভিযোজন স্বরূপ শিখে নেব সহিষ্ণুতা বরং আর হৃদপিণ্ডের দৃঢ়তায় র্যানোলাজাইন এক্সটেন্ডেড রিলিজ..
আবার ভুলে যাব মিঠুন দের কামরাঙ্গা তলা,
পদ্দদের পুকুরে বড়শি পেতে পুঁটি মাছ কলার ভেলা; মরি পিসির উঠোন জুড়ে লুকোচুরি শেষে রিঙ্কুর বুক কেঁপে কেঁপে ওঠা ফিসফিসিয়ে কথা বলা..
ভুলে যাব কদম ফুল,রুপোলি কানের দুল..
আবার ভুলে যাব কপোতাক্ষ নদ,যশোর রোড ১৯৭১ ইছামতির পার ধরে গা ঢাকা সারা রাত
কালিপদ রঙ্গের ঘরে আগুন,বড় ছেলে বধ..
ভুলে যাব রামায়ন,মহাভারত গ্রেহস্থালি পাচফোরণ পড়া শেষে নয়নের মা পাউরুটি ঘুঘনি..
দ্বিতীয় সূত্রে,আমরা আর ফিরে আসবো না কোনো দিন,বরং আমাদের কিনে নেওয়া যাবে অর্থের বিনিময়ে,মূল্যবৃদ্ধির সাথে সাথে বেড়ে উঠবে অনুভব,অনুভুতি..
আবার ভুলে যাব থিম,না সাজগোজ না কোল্ড ক্রিম..জানলায় আধপোড়া চাঁদ
সে না হয় একাই থাক !
তৃতীয় সূত্রে,ভর্তুকি হাজার
যতবার ভালোবেসেছি ততবারই নিকষ কালো আঁধার,সমান ও বিপরীত প্রতিক্রিয়াতে হৃদয়ে পুসেছো নিউরোসিস জাত বাতিক বারবার..
সমস্ত কিছু ভুলে গেলে মনে পড়ে যাবে কদমফুল,রুপোলি কানের দুল..
ফিসফিস করে বলে ওঠা ছেলে বেলা ''তুই আমায় ছুঁয়ে দিলে,বুকে কি যেন হয় সারা সকাল সন্ধ্যা বেলা"
©সুমন