তোমাকে ভালোলাগা যদি অপরাধ হয়ে থাকে আমার,
অভিশাপ দিও আমায়,মাথা পেতে নিয়ে নেবো আমি তোমার দেওয়া উপহার ।
ঈশ্বরের চোখের জলের মতো শীতল বাতাসের
বৃষ্টিদের আনাগোনায় ঝরে পড়া পাতা হয়ে যেতে বলো না,
তোমার ঘরে প্রবেশ করি যদি !
এই বসন্তের মৃত শহরের বিস্ময় মাখা চোখের
কালো কাজল হয়ে যেতে বলো না,তোমার চোখে মিশে যাই যদি !
শাখায় শাখায় ফুটে ওঠা তেজ,দুঃখ,অহংকার কিংবা যন্ত্রণার খাঁচা হয়ে যেতে বলো..
ফুলের রং আর ধানশীষের ওপর জমে থাকা ভালোবাসার অব্যক্ত শিশির জল হয়ে যেতে বলো না ।
প্লিস বলো না ।