তোমাকে একটা মুর্শিদাবাদ দিলাম ,
একটা না  হয় আমারই থাক ।
এই নাও একটা পুকুর নাও আর ক্ষানিকটা বাঁবলা গাছের ছায়া । কতো কতো ভিরই তো রোজ ঘাঁটো ,আমাদের মতো একখানা ট্রেন নাও . . লালগোলা চলে যেও ।
তোমাকে একটা ওপার দিলাম , সীরাজের নামটাও আর একটা কর্নসুবর্ণ . . বিস্তর এ ধান ক্ষেত সমস্ত বাঁশবন ।

নাও নাও  সমস্তই নাও,তোমার কোল্কাতা লাগবে না আর . . চাইলে চারটে আঙিনাও নিয়ে যেও,
জানালা দিয়ে মুখ বাড়িয়ে কী দেখছো অতো ? নিচে চলে এসো শিগগীরি . .
পুচকেরা মোমবাতি জ্বালাবে এখনই ,
আর তাঁরাকাঠি ।