আসলে মেঘ ছোয়ার আগে চোখ ছুয়ে ছিল এলো চুল ..
আর হাত ছোয়ার ক্ষানিক আগেই চিবুক ।
ঘুম কাকে বলে জানিনে আমি,
যেহেতু
সমস্ত শীতবেলার পার ঘেঁষে ডাক দিয়েছিলে একদিন ,
আর নক্ষত্রেরা জেনেছিল সমস্ত একাকিত্বের কথা ।
কয়েকলক্ষ আর্তনাদ মিছে-মিছির কৈশর আর এ বিস্তির্ন বেদনার অবসান বুঝি ..
এই বারে হেসে নিই ।।