____________________________________



সকালে কান্নার জবাব,আর বিকেল কাছে আসতে ভয় পায়...
তোমায় দেখে ।
তুমি কাছে নেই তাই ভাড়া করা বুক ভালো বাসার জন্য...
তুমি তো আবার আসবে ফিরে আমার বেচে উঠবার শেষ দিনে,
নবজাত শিশুর মতো দুধের লোভে ।
জীবন ভালোবাসতে চায়,হাতচেপে বলতে চায় বিরহ কারজন্য ?

কবর প্রাপ্ত হয়ে মনে হয় ঈশ্বরের সাথেই আছি...
তুমি কৃষ্ঞচুড়ার বীজ ছড়িয়ে দিও বুকের ওপর,
ঐশ্বরিক সুখ পেয়ে যাবো এই মরুছায়ায়...
মৌচাক হবে আমার কুঞ্জশাঁখায়...
সারা বছর বয়ে যাবে আমেজ মৌসুমির ..................



____________________________________