কিন্তু আর শৈশব নেই,
কোন মেলা মেশাও নেই ।
কিন্তু আর ছোয়াছুয়ি নেই,
কোন সংস্পর্শও নেই ।
আমি যেন নীলয় হীন...
যদিও আমার চোখে ঢের নদী ছিল একদিন ।
ছিল কুয়োর পাশে শুয়ে হাজারের স্বেদকথা ।
আর আধারের মুখে মুখ রেখে ,
ছিল আমার নগ্ন হওয়া ।
এখনো কী তোমায় ধরে রাখে স্বরিসৃপ ?
জানি সন্ধ্যের বাতাস শুকে খোজোনি আমায় কোনোদিন...
অথচ আমি অভিঞ্গতা জানিনা ।
কোন সম্ভাবনাও জানিনা...
এ শরির আজো জলের নিচে নীল হয়ে যায় অকারন ।
ছায়া মুরি দিয়ে গান গেয়ে যায় সাল্ললিও সন্ধিক্ষন ।
আর প্রান্তর থেকে প্রান্তর কাঁপে সদ্যজাত ছোবলে ।
এখনো কী তোমায় ধরে রাখে স্বরিসৃপ ?
জানি সন্ধ্যের বাতাস শুকে খোজোনি আমায় কোনোদিন...
অথচ আমি অভিঞ্গতা জানিনা ।
কোন সম্ভাবনাও জানিনা...