কিছু কথা চুপ করে শুয়ে থাকে ছায়া খুজে বেড়ানো বিছানায় ।
কিছু কথা গেলা যায়না চাইলেও কোনোসময় ।
কত কত কথা রোজই আসে উঠোনে আর খেলে বেড়ায় ।
যত্নো নি কথার,
গায়ে এক আদ্ভুত গান্ধ,
স্নান শেষে বুক দেখার সাধ হয় কতো,
কোল পেতে দেয় বুঝি...
অথচ কত কথাই না দিয়েছি কথা কে,রাখতে পারিনি শুধু ...
আর একটা কথা ঠোট পর্যন্তই এসেছিল বলা হয়নি ,চোখ দিয়েও ঝলসেছিল সে ।
নীরব আর র্নিদ্বিধায় ছোয়া খুজে ঘুমিয়ে পরে ছিল ভরদুপুরে তোমার বিছানায় । তোমার পাশেও বসেছিল সে ক্লান্ত অবসন্ন মাঝরাতের সপ্নের মত । কিন্তু এই যে কথা অনুভুতি আর আনুভুতির চেয়েও গাঢ়ো,ঘাম গন্ধের গায়ে পোরে নেওয়া পোশাকের মতো খুজে পাওনি তুমি ।
খুজে পাইনি আমিও ।।