এই জন্মে তোর এক্ষনি মরে যাওয়াই ভালো ,
তুই মরলে ডুব দেবো বেশ আমিও সাথে?
ঐপারে ঐজন্মে ভেসে উঠবো তোর স্নানের শেষে,তুই বলবি "আর না ডুবে জ্বর আসবে যে" এই বারে উঠে আসাই ভালো ,
ওই জন্মে তোর চুলের গোছা সত্যিকারে হাটু পর্যন্তই হয় যেন, এই জন্মের এই অভিমান ওই জন্মেতেও থেকে যাওয়া ভালো।
এই জন্মের এই চোখের কালো ওই জন্মেতেও  আমায় ডুবোয় যেন !
এই জন্মের এই তোর গন্ধ,ওই জন্মের আতর হয় যেন ।

ওই জন্মে তোরও খানিক অভাব থাকে যেন , ডালে ভাতেই  খুশি থাকিস যেনো ।
তুই রাধলে থাকবো চেয়ে চোখের পানে,
রান্না শেষে বলবো হেসে "এই পৃথিবীর কোনো রান্না এর চেয়ে আর ভালো না হয় যেন" ।

এই জন্মের ফেসবুক টেসবুক ওই জন্মেতে না থাকাটাই ভালো,এই জন্মের ফোনের চিহ্ন ওই জন্ম টা টেরও পায়না যেন ।

একটা দুটো সুখ দুঃখ তুই আমায় লিখে দিবি অঙ্ক খাতায় , বিকেল বেলায় পা মেলিয়ে আয়না দেখায় আমায় কিছু প্রশ্ন করিস যেন ।

এই জন্মের রাস্তা ঘাট আর ফ্লাট ওই জন্মে না থাকাটাই ভালো, মাটির হোক বা কাদা মাখা পা অনেকটা পথ হেটে নেওয়াই ভালো ।

এই জন্মের কালো আকাশ ,ওই জন্মে নীল  হয়ে যায় যেন ।
শীতের সকালে সর্ষে তেলে আমি যখন অঙ্ক কশি জামা খুলে,স্কুল ফিরে তুই আমার গায়ে ঢিল ছুড়ে যাস যেন ।
ওই জন্মে তোর কপালে সবসময়ই যেকোনো রং টিপ থাকাটাই ভালো ,
বয়স বাড়লে তোর আঙুলে আমার নামের আংটি থাকে যেন..
তুই কিযে চাস "তোর কি কথা" না বলাতেই বুঝে নি যেন ।
এই জন্মের এই একগাদা লোক ওজন্মে আর তোকে গিলে না খায় যেন ।
মাঝে মাঝে মনখারাপে তোর বুকে মাথা রেখে ঘুমিয়ে নেয়াই ভালো
সাঁঝের বেলায়,তুলসিতলায় তোর হাতে তেই প্রদীপ জলে যেন ,
তুই কাঁদলে আমার চোখে বৃষ্টি নামে যেন ।
অভাব বেলায়,খেলায় খেলায়
তুই আর আমি হাঁটবো মেলায় ..
একের পর এক আসবাব বেছে বলবি শেষে হেসে হেসে "বেগুনি রঙের এই চিরুনীটাই ভালো "


আর কি বলি !

এই জন্ম আর ভাল লাগে না,
ওই জন্মে তুই আমার ,শুধু আমার থাকিস যেন ,
এই জন্মে তোর এক্ষনি মরে যাওয়াই ভালো ।