একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে সম্পর্কটা ।
ফিরে আসেনি প্রেম আজো আমাদের শীত ঘুমে,
যে উষ্নতা তোমার একান্তই ব্যাক্তিগত সেখানেও ফেরেনি কান্নারা আজো ।আর একটু জেগে থাকা থাক ।
কোনোদিন মাঝরাতে শুনিনি কান্না আর,
কোনোদিনো হাত ধরে পেরোই নি পথ . . আর . .
কিন্তু একটু খোজ নিয়ে দেখোতো গর্ন্ধমাধবে এখন
বিশল্লকরণী পাওয়া যাচ্ছে কিনা ?
এই নিশ্বাসের গন্ধ ,ঘাঁমের আস্বাদ ভীষণ চেনা ।
বীষে আবার কীসের প্রোটিন ? এই রোগটাও আমার ছিলনা জানো,
তবু তোমার উঠে দাড়ানোয় আমার গোড়ালি ফেঁটে যায়
যন্ত্রণার তাগীদেয় ..

কিন্তু একটু খোজ নিয়ে দেখোতো মৃত্যুর পরে আমায় মৈঁয়াত নাকি শব বলেই ডাকবে মানুষ । ক্রমশই বাড়ছে জ্বর পুড়ে যাওয়ার আগেই গাঢ় হয়ে যাচ্ছি যেনো,ঈশ্বর ও কী হাতে ঘড়ি পড়েন ? আশ্চর্য মৃত্যুর আবার শব্দ কীসের !                                                                                                              
      
                                                   ১২।০৯।১৪