একলক্ষ কবিতা লিখে,
ঝোলা ভর্তি কাগজপত্র নিয়ে চলে যাব একদিন..
ইসলামাবাদ,লাহোর কিংবা গিলগিত-বালতিস্তান,
নগ্ন হয়ে দৌড়ব জোড়াসাঁকো হতে রাজশাহী কিংবা স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন..
আমার বুকের বাইরে,ভেতরের ঐ হৃদপিণ্ডের বদলে একটা আয়না লাগানো যায় যদি!
উত্তর মেরু থেকে দক্ষিণ দিকে দৌড়লে সে আয়নায় ধরা দেবে এক দৈবাৎ জ্যোতি!
প্রত্যেক অক্ষরের প্রতিফলনে তৈরি হবে নতুন অক্ষর,গুটেনবার্গ,নবজাগরণ..
কাঁধে কবিতা আর অক্ষর বোঝাই ঝোলা নিয়ে দৌড়ব কেবল,অনন্ত কাল
কাঁকভোরে অপ্রয়োজনীয় অ-কবিতার বদহজম,সোডিয়াম-পেন্টোপ্রাজাল..
ঝোলার কাগজ ছিটিয়ে দেব সারা সাহারায়,
হিমালয়ের গায়,প্যালেস্টাইন কিংবা সিরিয়ায়
বছর খানেক দৌড়ব এদেশ,ওদেশ
ছিটিয়ে ছিটিয়ে যাব কাগজ কেবল
ফিরে এসে দেখব ছিটানো কাগজ হতে কবিতার গাছ হয়েছে সমগ্র সাহারায়,
ঢাকার রাস্তায়,নাগাসাকি আর হিরোশিমায়..
*সুমন*