আমি লিখছি বহরমপুর কোর্ট রোড থেকে ।
এ শহর কবে ছেড়েছো জানানেই !
তোমাকে ছুয়ে দেখবার যে তীব্র আকাঙ্খা ছিল সে আকাঙ্খাই তাড়িয়ে নিয়ে যায় আমায় অবিরাম মৃত্যুর হাতছানির দিকে,
আদরের চীহ্নে তলিয়ে তলিয়ে যাই যেন নীঃঝুম শব্দের চুপচাপে ।
এসো সত্যিই এসো একলক্ষ ছুচ তাড়া করেছে আমায়,কয়েকশো সমাধীর গাড়ো অন্ধকারে মিশে যাচ্ছি যেন ।
তোমার গর্ভে কার সন্তান বলো ?
এ গাড়ো রঙ ক্ষত বিক্ষত প্রলেপ আর দুর্বলতা তোমার শহরে আবসাদ আনবেনা জানি ।
আমি লিখছি বিবেকানন্দ পল্লী থেকে ।
সমস্ত ব্যাক্তিগত ঘুম ভেঙে চলে এসো এইবার,আয়নার সামনে দাড়াই,
শব্দদের আবডালে আঁশটে রঙের উপগ্রহ খুজবোনা আমি,
খুজে নেবো না তোমাকে ঘিরে বেঁচে থাকা মৌমাছির মতো জীবন গুলো কে,
বরং আমাকে সামলে নেবে কান্নাদের গহীনের স্বপ্নেরা ।
এসো সত্যিই এসো এই বারে সমস্ত টুকু মিথ্যে হিসেবে জেনে নিই ।
পুরোনোটুকুর একসাথে গলা টিপি ।