পাতা ঝরা মরসুমের মতো, যন্ত্রনাদের ও কোনো মরসুম থাকার প্রয়োজন ছিল ।
ভারী ভারী বেদনা গুলো খসে যেতো শুকনো পাতার মতো ,দু একটা থেকে যেতো আরো ভারী হবে বলে ..
হাসি আর কান্নার মাঝখানের সল্প বিস্তারে একফালি দেওয়াল আনা যেতো সে সময়,সারাটা উঠোন জুড়ে এঁকে নিতাম তোমরা পায়ের ছাপ ..
একটা দুটো খারাপলাগা খসে গেলে কুড়াতাম না আর,বরং মুখবুজেই মেনে নিতাম তোমার চলে যাওয়া,
আর সে পথ পানেই চেয়ে থাকতাম কয়েক হাজার বছর ।
পৃথিবীর ঠিক যেই যেই খানে পোতা আছে যন্ত্রণার বীজ,সেখানেই বিছিয়ে নিতাম চাঁদর খানি ,খসে যাওয়া ভারী যন্ত্রনা দিয়ে বানিয়ে নিতাম আমার অট্টালিকা,সমস্ত কবর জুড়ে এঁকে নিতাম তোমার পায়ের ছাপ ।