যেও এখনই যেওনা,
মেঘ করেছে
ছাদে শুকনো জামা কাপড়,
বসো,
চেয়ার টেনে বসো
-ওসব কাগজপত্র দেখে কাজ নেই,বরং নৌকো বানাই এসো..

যেও এখনই যেওনা,
বৃষ্টি নেমেছে
ওই ছাতাটাও ফেলে এসেছি চায়ের দোকানের বেঞ্চির ওপর,
বসো,
আরে বাবা হেলান দিয়ে বসো
চুমু খাওয়া,সংসার,চুলের গন্ধ -অল-ইন পেপার,এগ্রিমেন্টাল,ছিল নাতো !
আরে ধ্যার বসো..

সরি সরি,খামাকাই উত্তেজনায় চেঁচাই..
বিনা কারনেই চটে যাই..
প্রেশার টা বেড়েছে নিশ্চই..

যেও এখনই যেওনা,
আরো একটু সময় বসো,
সুখ তো কাটিয়ে এলে পাহাড়ে,ডিসেম্বরে কার্শিয়াঙ্গে,
লোকে বলে মানুষ চেনা যায় ঝড় ঝাপ্টার দুঃখ দিনে,
দুঃখ বুঝি !
কান্না বুঝি !

যেও একটু পরেই চলে যেও,
কান্না পেলে এখানেই কাঁদো,
এই বৃষ্টি মাঝে কাঁদো,
বসো দেওয়ালে পিঠ রেখে মেঝেতে বসো
বসি,আমিও বসি,তোমার পাশেই পা ছড়িয়ে বসি
ওসব কাগজ পত্রের হস্তাক্ষরে কাজ নেই,
তোমার অন্তত সারাজীবন মনে থাকুক
তোমার দুঃখেও আমি পাশে ছিলাম।

উৎসর্গ
আমার Sir
Jyoti Prakash Ghosh কে ।