অন্ধকার পেছনে রেখে নক্ষত্র নক্ষত্রের মাকানে ,
হাজার বৃদ্ধের দেশে ছায়ানীল মরুদ্যানে ,
একটু সংযত হওয়ার প্রয়োজন ছিলো !
সাচ্ছন্দের প্রতি ঝোক নেই আর ..
বিষণ্ণতা কেটে যায় কয়েক ফোঁটা আবেগের সুক্ষ অনুভূতিতে ৷
চোখের জল ঝরিয়ে শান্তি পায় Metropolitan শহর।
সৃজনশীল মানসিকতা শেখানো যায় কি করে ?
ইদানিং রোজ সন্ধ্যায় ঘুম ভেঙ্গে যায় বমির শব্দে ।
নীল অন্ধকারের মধ্যে চিন্তার জাল অতীত টেনে আনে ।
প্রশ্বাস হারা এই আমি অলীক লণ্ঠন হাতে মরীচিকা প্রিয় হয়ে উঠি ক্রমে ।