আমাকে ভুলে যেতেযেতে পা মেলিয়ে রাস্তায় বসে থাকবে তুমি,
এক লক্ষ ইউক্যালিপটাস ঘিরে থাকবে তোমায়,
আলতার ছাপে আলপনা হবে সারা ঢাকার রাস্তায়।
আমাকে ভুলে যেতে যেতে ভুলে যাবে শাখা সিঁদুর,ভুলে যাবে সালোকসংশ্লেস,ভুলে যাবে জাতীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথ..
বুক খুলে হাত দিয়ে খুঁজে পাবেনা হৃদপিন্ড কোনোদিন..

আমাকে ভুলে যেতে যেতে স্লেট পেন্সিল নিয়ে মেঝেতে বসবে সকালে,আঁকিবুকি অ,আ,ক,খ লিখতে লিখতে লিখে ফেলবে "ভা লো বা সা'',পরমুহূর্তেই মনে পড়ে যাবে বাথরুমে পানি ছাড়া আছে সেই সকাল থেকে..

আমাকে ভুলে যেতে যেতে ভুলে যাবে
৩রা ডিসেম্বর ১৯৭১,ভুলে যাবে শেখ মুজিবুর,
ভুলে যাবে তিন টুকরো ভারতবর্ষ..

আমাকে ভুলে যেতে যেতে স্বামীর হাত থেকে সহসাই কেড়ে নেবে খবরের কাগজ,এক টুকরো ছিঁড়ে কুঁচি কুঁচি করে ছাদে দাঁড়িয়ে উড়োবে আকাশে,আর একটুকরো ছিঁড়ে ৩ টে নৌকা বর্ষার..

আমাকে ভুলে যেতেযেতে কেটেযাবে তেত্রিশটা বছর,
কোনো মফস্বলের আগাম সন্ধ্যায় ফেলেআসবে বাইশের যৌবন,
এক ফার্সী আবরণ ফিরে পাবে বালিশে এবং Belladonna'র ছাদ বাগান,
আমাকে ভুলে যেতেযেতে ভুলে যাবে দূরত্ব সুর্যের
এক টুকরো আত্স কাঁচ নিয়ে ঘুরে বেড়াবে দুপুরে,
ঠুকরে ঠুকরে জ্বালাবে দাবানল...

আমাকে ভুলে যেতেযেতে কাগজপত্রের পশরা সাজাবে টেবিলে..
একাএকা বিরবির করে কিযে বলবে মনেমনে!
ভগবান জানে..!
সুচ সুতো নিয়ে বুনবে বসে পেরিকার্ডিয়াম..
খানিকক্ষণ পরেই মনে পড়ে যাবে তোমার কোনো ব্যাথা নেই,এবং এইমাত্র আইস ক্রিম খেলে..

আমাকে ভুলে যেতেযেতে দেখবে তোমার চতুর্দিক কেবল আমি,কেবলমাত্র আমার ভিড়,সহস্র আমি হেঁটে আসছি তোমার দিকে এবং মিলিয়ে যাচ্ছি কাছে এসে,বাতাসে..

আমাকে ভুলে যেতেযেতে ভুলে যাবে পড়তে চপ্পল,
ঝড় বৃষ্টির বিস্সুধবার ছাতা খুলে দৌঁড়তে শুরু করবে;এসে দাঁড়াবে আমার কবরে..
একেএকে ৩টে নৌকা চাপিয়ে দেবে বুকের ওপর ।

উৎসর্গ-হুমায়ুন আজাদ