পতঙ্গের খামখেয়াল,মোমবাতি খোঁজে কৌশল,
মনুষ্য জানেনা কোন ফুলে তুষ্ট দেবতা,শেখেনি কোন লোকে গেলে মেলে কর্মফল..
আবেগে ছেনাল মন,খোঁজে কোন নির্জন কোণ
এ সুযোগ যায় বিফলে যদি! জোয়ারে তপ্ত টগবগে নদী,কোন ঘাটে খসে যায় যৌবন..

দোয়াবি চাদর,পিতার আদর
পুবে পুঁতে রাখা ধান বীজ,হেডলাইনে নিখোঁজ কৃষকের কবর,
অতঃপর অসুখ,গরলে ধারাল জননীর বুক
দিন শেষে ফুল বেচে পিতা ফেরেনা ঘর..

মৌবনে ওঠে ঢেউ,ক্লিভেজ বেয়ে নেমে আসে 'সেও'
দেবতা আসেন দুয়োয় বসেন,
চোর ভেবে চেঁচায় কুকুরে ঘেউ ঘেউ..
প্লেটে রাখা মনুষ্য দেহ
পুড়িয়ে খায় মানুষের মত কেহ
উল্লাসে ভাসে,চিল্লায় আর হাসে..

মনুষ্য রক্তে গলা ভিজিয়ে মনুষ্য বলে-

"চিয়ার্স আমি দেবতা ছুঁয়ে শপথ করছি,যাহা বলিব কেবল মিথ্যা বলিব,মিথ্যা বই সত্য নহে"

"মনুষ্য মৃত্যুতে যেন হাসি,ভালোবাসি
মনুষ্য মৃত্যুতে যেন আমোদ উল্লাস বরকরার রহে"

©সুমন