সাত জন্ম পেরিয়েছি, আরও সাত পেরবো
তোমার হাতে হাত রাখব বলে,
আমি প্রতি রাতে বাঁচি, ধীরে ধীরে বাঁচি
তুমি বেঁচে আছ বলে।
তবু বুঝি না কেন, কেন ভয় করে
আগেও এসেছি এ পথে,
কিছু ফাঁকা লাগে, কিছু অজানা, কারণ
তুমি হেঁটেছিলে সাথে।
তুমি জ্বলে থাক, জ্বল আলো হয়ে
যেটা নেভে না কোনো কালে
কুয়াশার ভোরে, আমি নামব ফোঁটা হয়ে
তোমার মায়াবী গভীর গালে।
সাত জন্ম পেরিয়েছি, আরও সাত পেরবো
তোমায় শেষ বার ভুলব বলে
আমি প্রতি রাতে মরি, ধীরে ধীরে মরি
তুমি মরে গেছ বলে।