এই তো ধ্বংসের সময়,
গুনে গুনে মিথ্যার চাদর ছড়িয়ে
ঢেকেছে হাসির কফিন,
বেছে বেছে শব্দ বন্ধনী দিয়ে
ঘিরেছ বাতাসের নিশ্বাস।
আর কতটুকু চাই আশ্বাস?
কতটুকু সম্মতি পেলে
তোমার শৈল্পিক সত্তা নিভে যাবে?
কী আছে তোমার প্রত্যাশায়
যাকে শুরু থেকে শেষ অবধি মসৃণ করে চলেছ?
কখন সত্তাও হার মানে!
নিঃশব্দে কেঁদে চলে বিচ্যুতির প্রতীক্ষায়।
জানি, একটু সোনা, একটু আগুন
মিলেমিশে হয় না ভাস্কর্য যদি না থাকে খাদের উপস্থিতি।
তবু কিছু দেনা থাকে স্বপ্নের কাছে,
ধুলো উড়িয়ে যেতে হয় সে পথ,
শুভাকাঙ্ক্ষীর একান্ত গোপন আগমনে
হাতে হাত নিজে থেকে লেগে যায়।
যেতে যেতে বড় হও
মনে মনে কিছু ছোট হও
নত হও,
নত হয়ে মেখে নাও স্মৃতি কণা,
পাবে অনন্ত আকাশ
পাবে মাটির ছোঁয়া, আর
ধ্রুবতারার নির্দেশ।
একবার সগর্বে ঘোষণা কর "আমি সৎ"
দেখো কোন মহাকাশে প্রতিফলন না হয়,
দেখো তারারাও নিভে গিয়ে
লুটাবে তোমার পায়ে!