ধোঁয়া ছেড়ে চলে গেল বাস টা
ঠিক যেমনটা-
তুমি গিয়েছিলে চলে।
স্মৃতিগুলো তাই আজও কর্কশ,কালো,
এমনটা তো হবার কথা না।
তিলে তিলে যেগুলো দিয়ে
উচ্চাকাঙ্খা সঞ্চয় করেছিলাম,
কে জানত-
তার উদ্‌যাপন হবে না আর কোনোদিন।
হায় রে অবুঝ মন, ভুলে গিয়েছিলি,
চক্চক করলেই আর সোনা হয় না।

তবু আশা রাখি মেঘ্ভাঙা রাতে
স্বপ্ন ঝরবে বৃষ্টি হয়ে,
আব্ছা নিওন আলোয়
আমি চেয়ে থাকি পাথরের মত,
উপলব্ধি করি প্রতি নিশ্বাসে,
হারানো আর খুঁজে পাওয়ার ধাঁধাঁয়
নিজেই যেন হারিয়ে গিয়েছি কবে।