সেভাবে তো  ছোঁয়ও নি
যেভাবে রোদের চিকন আঙুল ছুঁলে পরে
শিশিরের সামলানো দায় অহঙ্কারী মুক্তো -
সেভাবে তো ছোঁও নি
যেভাবে একটানা খরা শেষে বৃষ্টির শুশ্রূষা পেলে পর
একটু বেশিই অস্থির মাটির অভিমান -
কিংবা ধরো  বাচ্চা কাঁখে ভিখারিনী  মা-
যেভাবে ছুঁয়ে দেখল বাটিতে ছুঁড়ে ফেলা কয়েন
না ঠিক  সেভাবে তো নয় -
সে ভাবে তো যাও নি ছুঁয়ে
তবুও কী ভয়ানক  আষ্টেপৃষ্টে ছুঁয়ে গেলে-
অক্ষাংশ দ্রাঘিমা জুড়ে কী প্রবল দাপাদাপি
আগুন জ্বললো, খসে পড়লো উল্কা
তোমার স্বরে  ওলোটপালোট  ঢেউ  
পায়ের তলায় তুমুল  ভূকম্পন
তবুও কী স্বাভাবিক এই সাংসারিক হাসিফুল ফোটা পর্দা -
এই মসৃণ চৌকো দেয়াল
কেউ টের পেল না -অথচ প্রাণপণে বলে গেলাম  
ততদূর মজবুত বেঁধো বাঁধ,যতদূর  ব্যথাও ব্যর্থ উচ্ছ্বাস...