সে মেয়ের যে  টাপুরটুপ মনখারাপ
সে মেয়ের যে ছলাৎছল অন্তরিন
বুকের ছই- আকাশ ভাবে নিম্নচাপ-
কথাও যেই স্তব্ধ হল চুকিয়ে ঋণ

মেয়ে কি আর? আস্ত সব দিন কাটিয়ে?
চুলের ঘরে মরিচ ছোঁয়া  লবণ দাগ
ব্যথাই শুধু ফিসফিসানি  বুক টাটিয়ে
মাশুল গুনে রাখত এঁকে ভুলের ফাঁক-

ও মেয়ে তোর উথলে ওঠা খেলনা বাটি
ও মেয়ে তোর চুলে কেমন শ্যাওলা ঘ্রাণ
আলুথালু বুনছে সময় শীতলপাটি
তলিয়ে যাস সুযোগ পেলে - জলের টান

ফ্লাইওভারে বিকেল শেষে একলা মেঘ
হারিয়ে ছিল পিছুডাকের  শহরতলী
হাল্কা আঁচে স্মৃতির ভাপ দিচ্ছে সেঁক
এ অবেলায় আবার মেয়ে নাইতে গেলি?

এক গঙ্গা ফুরিয়ে যাবে -অগাধ মেয়ে
রাত দুপুরে ভরাট করে হাজার পাতা
শূন্যতার বিষুব রেখা অবুঝ চেয়ে
বিষণ্ণতা - অন্য নামে অবাধ্যতা...