আমি যদি রাস্তা দিয়ে হাঁটি
দশের মধ্যে ছ'জোড়া চোখ আমায় দৃষ্টি দেবে এবং মুগ্ধ হবে
যদিও আমি খুব সাধারণ,অন্তমিলে ধরিনি কুঁচি,ছান্দিকতায় দোলাইনি আঁচল,অলংকারের ভার নেই কথাও...
তবে???
তবে আমি একেবারে খাঁটি
সবাই ভালবাসে মাটি!!

আমি যদি কথা বলি
দশের মধ্যে আটটি হৃদয়
আমার সুরে  মেলাবে সুর জানি
যদিও আমি সুকন্ঠি  নই,শব্দের ব্যঞ্জনা আমার কথাকে ভাষণ করেনি
তবে????
তবে আমার কথায়  আত্মীয়তার টান আছে
আমার কথা আলাপের মতো প্রাণে বাজে
সবাই থাকে বন্ধুর  খোঁজে...

আমার সাথে যদি মেশে
আমায় যদি বোঝে
দশের মধ্যে দশটি মনই
আমার করতলগত হবে জানি
যদিও আমি ওদের পাইয়ে দেবো না কিছু.,সুখ সরবরাহের দায়িত্বও  না...
তবে????
থাকতে চাইব ওদের পাশে,ওদেরই  মতো করে !!
সবাই চায় পেরিয়ে যেতে রাস্তাগুলো হাত ধরে !!

নিন্দুকেরা বলে...
কি আছে আমার,না আছে রং,
না আছে ঢং,
দাড়ি,কমার ধার ধারে না,
সঠিক ছন্দে পা পড়ে না,
শব্দগুলোও চাঁছাছোলা
আছে তো ওই শুধুই ঢলা....

আমি বলি,হ্যাঁ একেবারে ঢলে যাও,
ঢলে গিয়ে গলে যাও প্রাণের উপরে!!
নাহলে আমার মতো অঘটন ঘটন
পটিয়সি  "কবিতা"হবে কি করে?