হ্যাঁ,আমিই সেই গাছ,শুনতে কি পাচ্ছ
অমৃতের সন্তান.....
তোমার অনেক আগেই,তোমার জন্য
আমি এনেছিলাম প্রান......
পৃথিবীতে !!
আমার ফুলসাজ দেখে তোমার মুগ্ধতা
ভুলতে পারি না আজ ও.....
আজ কেন তুমি একবার ও বলোনা
সেই চির সবুজ শাড়িত সাজো....
আজ মাটিতে !!
সব ভুলে গেছো,সারদিন ঘরণীর মতো
দিয়েছি সর্বস্ব ফল তোমায়....
আজ তুমি বাঁধা পড়ে গেলে চকচকে
ইট পাথরের যান্ত্রিক সভ্যতায়.,..
কোন আঘাতে !!
আমি আজ বিবস্ত্র হচ্ছি,সবুজ শাড়ি
ঢাকছে ধূসরতায় শেষে....
ধর্ষিতা আজ আমি সভ্যতার হাতে
তুমি কি বাঁচাবে না এসে ?
তোমার আমাকে !!
তোমার কাছে একটা অনুরোধ আজ
প্লীজ় তুমি রেখো....
আমার তোমার সন্তান গর্ভে ধরেছি
তুমি চারাগাছটাকে দেখো!!
পিতার দাবীতে !!