বয়েই গেলাম,বইতে হতই
ঢেউ আমকে ছাড়তো না !!
উজান ঠেলে তোমায় ছোঁব,
কিন্তু,জলের ছিলো জল্পনা !!
ভাসতে আমায় হতোই জানি
নদীতে বা চোখে!!
কাঁদতে আমায় হতোই জানি
তোমার দেয়া শোকে !!
বয়ে গেছি,ভেসে গেছি
তবুও বোধ,হয়নি অবলুপ্ত!!
ডুবতে ডুবতে বাঁচবো আবার
সাঁতার হবে ঠিক রপ্ত !!
আবার কোন বদ্বীপ পেলে
আবার স্বরচিত গাছ পুঁতবো !!
কার পিছনে আমি,কেই বা আমায় ঠেলে
থাকুক না হয় আজ গুপ্ত !!
আবার আমি জাগবো জলে
আজকে বীজে সুপ্ত!!
ফুল ধরবে ফল ধরবে
তখন ভাসিয়ে দেব বীজ!!
আমার আর্তি জাগবে জলে
মহীরুহ তোমায় কুর্নিশ !!