রাত্রি ঘুমিয়েছে শান্তির চাদর মুড়ে
রাত বাড়ছে বালিশে বিছনায়...
আমিও ঘুমায় ক্লান্তির মেকআপ মুছে..
কিন্তু ভিতরে বিদ্যুত্ চমকায়...
আবার বন্ধ দরজা কে ধাক্কায়?
মন ফিরতে চায় নিজস্বতায়....
কি হবে এতসব ভেবে?
"কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে ";;;;;;
তবু ভাবনা রা নগ্ন হতে চাই.,...
চলে সেই শিশুটির খোঁজ,.,
যে বলবে "রাজা তোর কাপড় কোথায়?"
জানি শিরদাঁড়া তে অনেক বক্রতা
তবু মন ফিরতে চায় নিজস্বতায় ,,
দাঁড়ে বসিয়েছো,তাই শেখান বুলি কপচায়...
এখনো মন আকাশ চেনে
চোখ চেনে মুখোশ..
হৃদয়ের আছে সত্যি না বলার আক্ষেপ.,.
কতো কি করার ছিলো,হলো না কিছুই
আমার ভাবনা শুধু....
গন্তব্যহীন যাত্রায়.অন্তহীন পথে
ক্লান্ত পদক্ষেপ!!