তুমি কেমন যেন সেই শান্ত নদীটির মতো
যার ছায়াতলে বসে পথ ক্লান্ত পথিক স্বপ্ন দেখে রোজ।
শত দারিদ্র্যতা ভুলে আনমনে চেয়ে থাকে তোমার দিকে,
তোমার বিরামহীন বয়ে চলা দেখতে দেখতে
ঘুম জড়ানো চোখে মনে পড়ে যায়
তার ফেলে আসা জীবন।।
তুমি কেমন যেন সেই স্নিগ্ধ নদীটির মতো
হঠাৎ করে তুমি তোমার স্রোত ভুলে
যেন সহনশীলা পাখিটি।
ঝড়ে ভেঙ্গে যায় ঘর ;কিন্তু ঘর বাঁধার স্বপ্ন ভাঙ্গে না।
নির্জন দুপুরে কোনো প্রেমিকের বাঁশির সুর
পারে না তোমায় উতলা করতে।
আমি দেখি অবহেলা আর অবজ্ঞায়
তোমার স্বপ্নগুলো চুপিসারে ভেসে যায় রোজ
ভোরের আলোয়।
সেই সব ভালো থাকার বাসনা'দের
গোপনে বিসর্জন দাও তুমি
তোমার নদীটির মলিন জলে।
ভাসতে ভাসতে দিন পার হয়ে আবার রাত্রি আসে।
অপরূপ মায়াময় লাগে চেনা বাড়িঘর,গাছ আর মানুষ।
ভালোবাসা দিয়ে পূরণ করা যাবে না হয়ত
আর কোনদিন।
এখন অভাব বলতে শুধু
তোমাকে রোজ দুবেলা দেখতে পাই না আমি।
পথের পথিক কিম্বা নদী অথবা সেই পাখিটি
আজও তোমায় খুঁজে পেতে চাই।।