দুজন দুজনের থেকে অনেক দূরে
কিন্তু আশ্চর্য ভাবে ভাবনা গুলো মিলে যায় রোজ।
তোমার গানের সুরে ভেসে আসে
দূর পাহাড়ের নীল অনুরাগ।
তোমার বিরহ বেদনা স্তব্ধ করে দেয় সকল কোলাহল।
আমি শিমুল আর পলাশের ফাগুন রঙে তোমাকে খুঁজি।
তোমার পীতাম্বরি ছন্দে মনে জাগে অতি চেনা সুখ।
কাছে না থেকেও অনুভবে তোমায় কাছেয় রাখি।
মনে হয় আমাদের হারিয়ে যাওয়ার প্রহরও
শেষ হবে নিশ্চয় ।
কিন্তু পলাশ রাঙা দিনের শেষে
মন খারাপ গুলি আবার জমা হয় চোখের কোণে।
ভেসে ওঠে টুকরো টুকরো স্মৃতি পেরিয়ে গেছে যে দিন।
অনেক দিন পর তোমার কন্ঠ স্বর শুনতে পাই মুঠোফোনে।
কথা বলতে বলতে তোমার গলা ভারী হয়ে আসে।
তোমার কান্নার শব্দ পৌঁছে যায়
পিচ রাস্তা,জঙ্গল ও নদীর ব্রীজ পেরিয়ে
কোনো এক কারখানায়।
সন্ধ্যার নরম অন্ধকারে তোমার মনখারাপের
পাশে বসতে চাই ক্লান্ত শ্রমিক।
নীরবতা নেমে আসে ব্যস্ত শহরে,
ভালোবাসা আরও গভীর হয়।