যে নদীটি রোজ তোমার কথা বলে,
বয়ে আনে তোমার অভিমান
সেই নদীটি আর কেউ নয়,সে আমার একাকীত্ব।
যে বৃক্ষটি তোমার মন খারাপের কথা শুনেছে,
তোমার চোখের জলে ভিজিয়েছে তার ঝড়া পাতা
সেই বৃক্ষটি আর‌ কেউ নয়,সে তো আমারই অনুতাপ।

তোমার অসীম ধৈর্যের রহস্যময় সীমান্ত দেখার জন্য
প্রেমের অনন্ত বাসনা নিয়ে আমি আজও বেঁচে আছি।
তোমার জন্য আমার আছে বিরামহীন দীর্ঘ এক অপেক্ষা।
আমার এই ক্লান্তি আর বিষন্নতার যন্ত্রণাকে
দয়া করে তুমি করুনা করো না।
আমার এই হার না মানার খেলায়
তুমি হয়ত দেখেছো শুধুই আলো আর ছায়া।
আমি‌ জানি সে কেবলই ভালোবাসা ও মায়া।

আমার ভালোলাগার বিন্দু বিন্দু অনুভব দিয়ে
তোমার যে ছবি এঁকে রেখেছি অন্তরে,
সে বড়ো মায়াবিনী‌।
কেন জানি না রোজ রোজ হারিয়ে যায়
যা কিছু ভালো, যা কিছু সুন্দর।।