কত কিছু কাজ আজও বাকি।
কত কিছু মনের ইচ্ছা আজও অপূরন।
কত প্রশ্নের উত্তর এখনও আমি জানি না।
কত খাবারের স্বাদ না খেয়ে জীবন শেষ হয়ে যাবে।
কত দেশ,কত মানুষ,কত কত উৎসব অনুষ্ঠান
কত‌ সুন্দর সুন্দর গান,কত বিচিত্র ভালোবাসা
এসব থেকে একদিন নিশ্চিত বঞ্চিত হব আমি।

সমস্ত আকাশ, সমস্ত পাহাড় আর সমস্ত সমুদ্রের
কথা না হয় বাদ দিলাম, এই একটা ছোট্ট জীবনে
অল্প মেঘ,অল্প বৃষ্টি আর অনেক মন খারাপ ছাড়া
আর কি ই'বা পেলাম।তবুও কিন্তু ভালো আছি।
ভালো আছি কারন এই বিরাট পৃথিবীতে
আমার একটা চমৎকার আশা আছে,

একদিন পৃথিবীর সব কাজ আমি সেরে ফেলব ঠিক।
একদিন স্পষ্ট দেখব ভোরের বেলা ধানের পাতায়
শিশির গুলি সূর্যের আলো গায়ে মাখবে বলে প্রস্তুত হচ্ছে কিম্বা আমি নিশ্চয় দেখব কেমন ভাবে সন্ধ্যায়
সাদা বক ডানা মেলে উড়তে উড়তে তার বাসায় ফিরে আসছে,একদিনও পথ ভুলে যায় না সে।
আমি বেশ বুঝেছি আমরা মানুষেরা বড্ড পরাধীন।
লোভের কাছে, হিংসার কাছে,কামনা বাসনার কাছে।

আমাদের নিত্যনুতন চাহিদারা আমাদের রোজ শেষ
করে দিচ্ছে। তবুও আমরা বেঁচে থাকি
কারন আমাদের একটি চমৎকার আশা আছে।
আমাদের অনেক অনেক স্বপ্ন আছে।
আমাদের অনেক মন খারাপের মাঝেও কিছু ভালো থাকার জন্য ভালোবাসার মানুষ আছে।