কোনো এক মেঘলা নির্জন দুপুরে
যখন বৃষ্টি নামে,
খোলা জানালার ধারে দাঁড়িয়ে কত‌ কিছু
যেন‌ যায় দেখা।
দূরে‌ কোনো এক বর্ষা অরণ্যে
তুমি যেন‌ বৃষ্টি ভেজা পাখির গানে
আজও ডাকছ আমায় 'পিউ কাঁহা পিউ কাঁহা'।
চিরদিন তো আমি হারিয়ে যেতে চেয়েছি
শুধু তোমার গানে, তোমার আওহ্বানে।
এক টুকরো মেঘ যেন এক টুকরো অভিমান
বয়ে নিয়ে আসে ঘরে ফেরা পাখি, সন্ধ্যার দেশে।
তোমার মনে রাখাটিকে আমি যেমন ভালোবাসি
তেমনি তোমার আমাকে ভুলে যাওয়া কে
আমার ভালোলাগে।
ভালো লাগে তোমার জন্য অপেক্ষা করতে।
মনে হয় সেই সব সুখের স্মৃতিগুলি যেন
আবার ফিরে আসবে
গাছের নুতন পাতার মত।