আজ অনেক বছর পর তোমাকে দেখলাম।
হলুদ রঙের নীল পাড় শাড়ি,চোখে সুন্দর একটা চশমা।
বরাবরের মতো খোলা চুল ঠিক যেমন মেঘ কালো।
যদিও আমি তোমার থেকে অনেক দূরে ছিলাম
কিন্তু তবুও আজ আমাদের একটায় শহর।
একই নদীর তীরে তোমার আমার মনখারাপের বসবাস।

এত‌ ব্যস্ত ছিলে তুমি আজ,তাই হয়ত লক্ষ্য করো নি যে
একটা চেনা‌ মানুষ তোমার থেকে দূরে দাঁড়িয়ে
আজ আবার থমকে গেছে আনন্দে কিম্বা বিষাদে।
ঠিক যেমন কুড়ি বছর আগে দাঁড়িয়ে পড়েছিল
লাল রাস্তার মাঝে তোমাকে ভালোবেসে।

তুমি কি ভুলে গেছ আমাকে? মনে হয় ভুলে গেছ সবকিছু!
কিম্বা নিজের ভেতরে একটা মস্ত প্রাচীর দিয়ে
নির্বাসিত করেছ আমাকে।
তবুও আমার দাবিহীন দুটি চোখ আজ আবার
তোমাকে খুঁজে পেয়েছে ব্যস্ত শহরের ভীড়ে।
সেই তোমাকে যাকে নিয়ে নির্জন পাহাড়ে
হারিয়ে যেতে চেয়ে ছিল মন কোনো একদিন
বিকেলের সূর্য কে সাক্ষী রেখে।

খানিক‌ সময় ধরে সত্যিই আজ তোমাকে দেখেছি
নির্লজ্জের মত‌ অথবা সেদিনের ভালোবাসার অধিকারে।
আমদের হারিয়ে যাওয়া প্রেমের মৃত শব খুঁজেছি আমি
তোমার নির্মল হাসি মুখে, তোমার উদাসীনতায়।

মনের মধ্যে হয়ত সেদিন দ্বন্দ্ব ছিল,আজও অভিযোগ
আছে কিন্তু ভালোবাসা ?সে তো সবের উর্ধ্বে
কোনো এক অদৃশ্য চেতনা আর অদ্ভুত মায়াময়।
আজ তোমার আমার একই শহর
কিন্তু ভালোবাসা কেন আলাদা?