উৎসব এলে
সুমন রঞ্জন সেন
09/06/2019
উৎসব এলে হাসি খুশি
থাকে কিছু দিন,
কাজের জন্য চলতে হবে
দুঃখের সীমা হীন।
কাজের চাপে নিত্য মাথায়
শত রকম চাপ,
দেখে দেখে অনেক শেখা
নানা ভাবে মাপ।
প্রয়োজনে পাশে আসে
এমন আছে কেহ,
শান্তির আশায় নিত্য চলা
তবু থাকি গেহ।
উৎসব এলে কাজের ছুটি
হাস্য থাকে মন,
সবার সাথে আলাপ হবে
মুগ্ধ বক্ষ বন।
এমন সময় কেমন রকম
মনের মাঝে জয়,
উৎসব গেলে জীবন ধারা
কাজের চাপে রয়।
Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.