* উচিত শিক্ষা *
- শ্রী সুমন রঞ্জন সেন
২৬/০২/২০১৯ ইং
হিন্দুস্থানে পুণ্যভূমে
ভারত মাতার বিজয়।
সৈন্যদলে যুদ্ধ করে
শত যোদ্ধা উদয়।।
যত সেনা আছে দেশে
সত্যি তারা মহান।
রক্ষা করতে উঠে পড়ে
দিকে দিকে জোয়ান।।
দেশের সম্মান রাখতে হবে
মোদের সেরা সৈন্য ।
অগ্রগামী মাতৃভূমি
জন্ম ভূমি ধন্য।।
ভারত ভূমি দেশের সেরা
মানব জাতির কর্ম ।
নিত্য যেন রাখবে সম্মান
দেখবে মানব ধর্ম ।।
জগত সেবায় যুক্ত অন্তর
গ্রহণ সৈন্য দীক্ষা ।
করবে যারা ক্ষতি দেশের
পাবে উচিত শিক্ষা।।
যাদের কর্মে অনেক মোরে
সাজা ভোগ এবার।
মানব সেবা বক্ষে রাখো
শান্তি মিলবে সবার।।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.