তব স্পর্শ
শ্রী সুমন রঞ্জন সেন
০৯/০১/২০১৮ ইং
জগত দেবী, আমি তোমার
স্পর্শে হৃদয় দেখবে রতন।
অজ্ঞ আমি জানো ভবে
সেজে তোলো তোমার মতন।।
কর্ম করব এমন ভাবে
যাতনা নয় যে পাবে মনে।
সদা যেন ডাকি তোমায়
হৃদয় মাঝে রাখব গোপনে ।।
আরাধনা করি যখন
শান্ত থাকে মোর এ মন।
নামের ফলে বাঁধা যায়
এমনি দেখি শান্তির ভবন।।
দেবী কৃপা আমার সম্বল
জাগে অন্তর সদা সবল।
স্মরণ করলে নব ভাবনা
চলার পথ হয় সচল।।
শিব ও দুর্গা থাকবে সদা
মোর হৃদয় মন্দিরে।
ছোট শিশু ভেবে নাও
থাক সদা কিনারে। ।
ডাকার জন্য প্রীতি ধারা
শক্তি ধারা চাই ।
তুমি ছাড়া কোথায় তাহা
ভব মাঝে পাই।।
নামের গুণে ভব মাঝে
হবে কতো মিলন।
মুক্ত মনে যুক্ত হবে
দেবতা-দেবীর দর্শন ।।
ছেড়ে নাহি থাকব দূরে
যদি প্রেম জাগে হৃদয়।
মায়া কারণ রাখব বক্ষে
দেখবে কতো ভাব উদয়।।
Suman Ranjan Sen
Karimganj, Assam, India