তানকা (১-৫)
শ্রী সুমন রঞ্জন সেন
০২/০২/২০১৯ ইং
১/
কলমের মুখে..
জীবনের কথা ভাসে..
জগতের বুকে!
হৃদয়ে যারা হাসে...
কলমে তারে নাশে!
২/
দেখাবে না যে..
তোমারে দিবে বাঁধা..
এভাবে আছে!
অনেকে ভালো দেখে..
সাজিয়ে দিবে রাজা!
৩/
আকাশে তারা..
গোপনে ভাসে রেখা!
মননে যারা..
যতনে থাকে আঁকা..
জীবনে যাবে দেখা!
৪/
বসন্ত কালে..
জীবন্ত যারা থাকে..
পড়ন্ত বলে!
ঘুমন্ত তারা ডাকে..
হেমন্ত দেখে রাখে!
৫/
শোকে যন্ত্রণা..
মুখে মন্ত্রণা শত..
দুঃখে বঞ্চনা!
বুকে লাঞ্ছনা রত..
সুখে কল্পনা যত!