তাকিয়ে কেন?
সুমন রঞ্জন সেন
১১/১২/২০১৮ ইং
কেন তুমি !বাহু তুলে
তাকিয়ে আকাশ পানে,
চাঁদ কি ,তোকে ধরা দেবে ?
ও সামনে নয়, কেবল দেখা যায় সামনে,
আলোকময় হয়ে দাঁড়িয়েছে ।
আকাঙ্খা, সবাইকে দেখতে চায়,
সকলের জন্য ওর মন ছটফট করে।
তাকিয়ে কেন?
আশা তেমন করবি না।
তুমি কি সত্যিই ওকে দেখতে চাও?
এ কেমন আশা!
ও ছুটছে প্রান্ত থেকে আরেক প্রান্তে,
সকলের মন জয় করতে
তাই ,সবাই ওকে আপন বলে ধরে নেয়।
আকাশ থেকে নেমে আসবে না
ঐখানে কেবল চলাচল।
হৃদয় যখন ঐ পানে,
রূপে মুগ্ধময় বিচিত্র মন,
মন নিমিষেই যেতে পারে ঐ আঙ্গিনায়।