সুমনের জন্মদিনে
সুমন রঞ্জন সেন
২৭/০৪/২০১৯
হে পরমেশ্বর...
শতক প্রণাম চরণ যুগলে
বিশেষ প্রণাম...
মাতা সান্তনা,পিতা গোকুলা নন্দকে
অপার ভালবাসা...
ভাই সঞ্জয়,বোন সুস্মিতাকে
মিত্র যারা নিত্য তারা
হৃদয় আকাশে
মিলন হলে কর্ম শাখায়
গন্ধ পাবে বাতাসে
আন্তর্জাতিক কবিগণকে
অশেষ ধন্যবাদ
দূরে থেকেও নয় যে দূরে
হৃদয়ের কোণে সুপ্ত সবার সুমন
শিক্ষক -শিক্ষিকা সবাইকে
এক আকাশ যে ভালোবাসা
নেতা যিনি জানিয়েছেন তখন
জন্মদিনের শুভেচ্ছা
অসীম ভালোবাসা যেন
চিত্ত থেকে প্রকাশ সুমনে
সবার প্রেরণা,ভালোবাসা ও সহযোগিতা
নিত্য নতুন বের হবে লেখা
প্রকাশ পাবে জন সমক্ষে
জগত কল্যাণে কিছু কর্ম করবে সুমন।
Suman Ranjan Sen
Karimganj,Assam, India.