সৌম্য মুখে
শ্রী সুমন রঞ্জন সেন
16/02/2019
সর্ব আশা স্বপ্ন মাঝে
দগ্ধ মনে নিত্য সাজে।
বক্ষ চিরে দুগ্ধ দেখা
সঙ্গ মিলে রঙ্গ রেখা।
মিত্র সদা গুপ্ত জনে
চিত্ত নাচে তপ্ত বনে।
কষ্ট শুধু কর্ম রথে
মগ্ন তবু ব্যস্ত পথে।
মর্ম হাসে সৌম্য মুখে
সত্য কথা নব্য সুখে।
পুষ্প ফুটে গন্ধ নাশে
দৃষ্ট হলে সুপ্ত হাসে।
বর্ষ গিয়ে হর্ষ আসে
স্বর্গ আশা মর্ম ভাসে।