স্বতন্ত্র ভারত
          সুমন রঞ্জন সেন
           10/08/2019

তুলব ভূমে এ পতাকা
তেরঙ্গাটি হস্ত মাঝে,
জনবলে বাহু তুলে
হিন্দুস্থান নব্য সাজে।

দিকে দিকে জম্মু থেকে
সোজা তিরুবনন্তপুরম,
কণ্ঠে শুনি জয়ধ্বনি
জয় হিন্দ্ ,বন্দেমাতরম্।

পুণ্য রথের চলবে চাকা
গোটা দেশে একক বিধান,
বিভেদ ভুলে মানবতা
উড়বে কেবল ভারত নিশান।

অগ্রগতির বিজয় যাত্রা
নতুন সূর্য উঠবে প্রাতে,
এবার থেকে উড়বে নিশান
জম্মু-কাশ্মীর থাকবে সাথে।

স্বাধীন দেশে স্বাধীন রবে
মাতার প্রতি থাকবে ভক্তি,
চিন্তা ধারায় অপার যুবা
প্রেমিক সবাই দেশের শক্তি

পালন করব মান রাখব
স্বাধীনতা করব স্মরণ,
শুভ লগ্নে  বাণী শুনে
রাখব শিরে শহীদ চরণ।

Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.