ষড়রিপু বলি
           সুমন রঞ্জন সেন
            06/08/2019

কালো টাকায়  অনেক ফুর্তি
কতকিছু দেখা,
সাদা টাকায় কোনো রকম
ত্যাগের অপার রেখা।

মনের মাঝে ষড়রিপু
করতে হবে বলি,
ছোট বড় তফাৎ ভুলে
ফুটবে কুসুম কলি।

অহং ভাবে নিত্য নাশে
করবে কেমন কর্ম,
মানব হৃদয় চেয়ে দেখো
হাসিখুশি মর্ম।

হাস্য মনে আপন ভেবে
চলবে সবার সাথে,
বিপদ আপদ আসলে পরে
থাকবে দিবা রাতে।

নয়ন মাঝে কেমন মায়া
দেখবে কর্ম মাঝে,
সঠিক আয়ে চললে পরে
শান্তি পাবে কাজে।

Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.