সোনার যৌবন
শ্রী সুমন রঞ্জন সেন
৩১/০৩/২০১৯ ইং
সোনার যৌবন যখন আমার
প্রেমের শত ঢেউ,
কালার সাথে প্রেম চলে
পাশে নাই যে কেউ।
প্রেমের খেলায় উথাল পাতাল
হৃদয় আকাশ ভাই
মনের মাঝে কালা চাঁদকে
শুধু দেখতে পাই।
কোথায় আছে জীবন সাথী
ওরে কালা চাঁদ,
যৌবন আমার অঙ্গার এবার
পেতে প্রেমের ফাঁদ।
শোকে কাতর হৃদয় আমার
প্রেমের সাগর চাই,
কেমন করে মনটা এবার
পাশে দেখা নাই ।
নয়ন মাঝে অশ্রু ঝরে
কেঁপে উঠছে বুক,
বক্ষ মাঝে শত আশা
ভেসে যাচ্ছে সুখ।
Suman Ranjan Sen.
Karimganj, Assam. India.