স্মৃতিকথা
সুমন রঞ্জন সেন
১৮/১২/২০১৮ইং
একাকী যখন ভাবে বিভোর অতীত জীবন স্মরণ,
স্মৃতিকথা ভেসে উঠে অশ্রু সিক্ত নয়ন।
মাতা পিতার অমূল্য ধন আমায় বলে রতন,
খোকা সোনা চাঁদের মতো তোকে নিয়ে চিন্তন।
বাল্যকালে নানা খেলা ফাঁকে ফাঁকে পড়া,
গুরুজনের আদেশ মতে চলছে বাল্য ধারা।
যৌবনে যখন প্রেম ভাব উদয় হয় দ্রুত,
চলার পথে কত দেখা দেখেছি মনের মত।
পরে হৃদয় ধনে মত্ত আশার বশে চলা,
টাকা ছাড়া নাহি শান্তি থাকবে নাহি ঝামেলা।
প্রেয়সী যখন আগম ঘটে সুশ্রী রমণী জীবনে,
প্রণয় লীলায় নব গতি সংসার মাঝে পালনে।
স্নেহ ধারায় নব দিশা দেখায় যেন মোরে,
কেমন করে সেজে তুলে আগলে রাখে অন্তরে ।
গৃহিণী যখন স্বর্গে গেছেন আমায় রেখে মায়ার ভবে,
ঈশ্বর স্মরণ কেবল সম্বল ,ঘৃণা চোখে দেখে সবে।
আশায় আশায় ছুটছে মন ডুবে থাকি শ্রমে,
বয়স যখন বেড়ে গেছে মায়া গেছে কমে।
একা একা চিন্তা মনে বৃথা সব কেবল।
স্মৃতি কথা মননে শক্তি শুধু করে চঞ্চল।
অশান্তি জ্বালা চিত্তে ক্রন্দন বাঁচতে নাহি ইচ্ছে,
অতীত দৃশ্য মনে পড়ে অশ্রু ঝরে পড়ছে।
Suman Ranjan Sen
Karimganj, Assam, India