সিদ্ধি হবে
সুমন রঞ্জন সেন
04:01pm
24/07/2021
কর্ম মাঝে দক্ষ যারা
অগ্র ভবে নিত্য তারা,
সুপ্ত মেধা মর্মে আছে
দীপ্ত হলে চিত্ত নাচে।
পার্শ্ব আসে সঙ্গ কত
কথ্য মুখে ঠাট্টা তত,
মর্ম দিয়ে মর্মে হেলা
মন্দ মতে চিত্ত খেলা।
কষ্ট মিলে কর্মে পথে
নিত্য চলা লক্ষ্য মতে,
ধৈর্য ধরো বক্ষ মাঝে
সিদ্ধি হবে দক্ষ কাজে।
আত্মা মাঝে ভিন্ন সবে
কর্ম ফলে দৃষ্ট ভবে।