শোকে অন্তর
সুমন রঞ্জন সেন
05/10/2020
পুণ্যভূমে জন্ম মাগো
পুণ্য মোদের দেশ,
মর্ম কথা বলব কা'কে
শোকে অন্তর শেষ।
সেবায় কত যুক্ত বটে
উল্টো পথে আয়,
মিথ্যা সেজে কত চলে
দেখতে পাওয়া যায়।
ধনে,জ্ঞানে কিংবা রুপে
কথায় অহং বেশ,
ক্ষণে ক্ষণে চিত্ত বদল
চিত্ত করে শেষ।
নারী গর্ভে জন্ম নিয়ে
চলতে নারী ভয়,
নরপশু কত আছে
খুন আর ধর্ষণ হয়।
কত আছে ছলনাময়
অন্যের করে ক্ষয়,
শান্তি নাহি মিলে তারা
ক্ষণিক মাত্র জয়।
বেকার সংখ্যা নিত্য বাড়ে
কর্মসংস্থান ছি!
দ্রুত জমি দালান গাড়ী
সঠিক আয়ে কী?