- শ্রেষ্ঠ আসন -
শ্রী সুমন রঞ্জন সেন
১৮/০৩/২০১৯ ইং
মানুষ রূপে শত দানব
নিত্য আছে পথে,
তাদের কথা সবাই শুনে
উঠে পড়ে রথে।
জগত মাঝে শ্রেষ্ঠ আসন
মানুষ কেবল পড়ে,
কাজের মাঝে সেরা দেখা
কাজে টনক নড়ে।
শুধু দেখলে ভুল যে হবে
কর্ম দেখতে রবে,
আকার কেবল মানব বটে
অনেক দানব হবে।
মানব রূপী দানব যখন
নানা কথ্য বলে,
সবাই জানে শত শাখা
তবু নিত্য চলে।
সরল মানুষ যদি কিছু
কর্ম করে নিত্য,
খবর তাহা পায় না কেহ
গোপন থাকে সত্য।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.