"শহীদ সেনা"
সুমন রঞ্জন সেন
১৫/০২/২০১৯ইং
ভারত মাতার বীর সন্তান
দেশের জন্য জীবন বলি,
রক্ত ঝরে ভূমে পড়ে
কেঁপে উঠে পুষ্প কলি।
এতো হিংসা ওদের মনে
দানব ওরা নিচ্ছে প্রাণ।
সত্যি কথা গাত্র মাঝে
হিংস্র প্রাণীর আছে ঘ্রাণ।
রাক্ষস যখন সামনে আসে
ইচ্ছা তাদের শান্তি বিনাশ ,
উচিত শিক্ষা দিতে হবে
করতে হবে যে সর্বনাশ ।
লড়ব মোরা দেখবে তোরা
রক্ত হোলি নাকি খেলা
উড়ে যাবে কর্ম গুণে
বিশ্ব মাঝে রক্ত মেলা।
শহীদ যারা বীর সেনা
দেশের জন্য কাজে সেরা ,
হেসে হেসে বিদায় বেলা
প্রাণ দিয়ে শহীদ এরা।
নর হত্যা পাপী ওরা
দেশের শিক্ষা এমন মাত্রা,
শিক্ষা দিতে শুধু ওদের
করতে হবে যুদ্ধ যাত্রা ।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.