শীতল বাতাস
সুমন রঞ্জন সেন
২৮/০৩/২০১৯ ইং
এমন ভোরের শীতল বাতাস...
ঠাণ্ডা লাগে দেহ মাঝে
মর্ম স্পর্শ...
স্নান করব কেমন করে
সূর্যের যখন দেখা হবে
আলোর তেজে দিনের বেলা
হৃদয় আকাশ...
নিত্য কর্ম শেষ করে
জলকে আপন করে দেখা
এবার যে হবে স্নান
কর্ম স্পর্শে তনু লাবণ্য দেখায়
অভ্যাস তাহা নয় যে
প্রতি দিনে সকাল বেলায়
আজ কেবল যে নয়...
নিত্য কর্ম ধারা যেন
শান্তি মিলে চিত্ত মাঝে।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.