শিক্ষাক্ষেত্র
         সুমন রঞ্জন সেন
         06/09/2018
শুভ কর্মের মন্ত্র মর্মে
গ্রহণ করব দীক্ষা,
শিষ্য আমি,ধরা গুরু
বিশ্বময়ীর শিক্ষা।

জেগে উঠে শতক চিন্তন
যখন যাহা দেখে নেত্র,
যেমন দেখা তেমন শেখা
পুরো বিশ্ব শিক্ষাক্ষেত্র।

বিশ্ব ভুবন শত রূপ
দৃষ্ট শত রেখা,
ধাপে ধাপে কত কিছু
যায় যে সত্যি শেখা।

শূন্য হৃদয় পূর্ণ করব
সবার আমি ছাত্র,
অল্প অল্প শিক্ষা নিয়ে
পূর্ণ হবে পাত্র।

মনের ভাবনা লিখব পাতায়
নয় যে তেমন জ্ঞান,
আশা নিয়ে চলছি ছুটে
করছি পুনঃ ধ্যান।