সেবিকা
সুমন রঞ্জন সেন
12/05/2020
সেবা কর্মে নার্স সেরা রোগী সেবা করে
শত জনে করে হেলা যবে দূরে থাকে,
দিবানিশি নিত্য পাশে জন সেবা তরে
রোগী পাশে নার্স সদা হৃদে ভরে রাখে।
রোগে ভুগে তনু কাঁদে হৃদে শত ভয়
আগে থেকে চেনা নয় তবু ভালোবাসা,
যথাসাধ্য চেষ্টা চলে সেবা কর্মে জয়
দুঃখে পাশে পেয়ে চিত্ত পূর্ণ মনে আশা।
ভিন্ন ভিন্ন রোগে ভুগে কালেরি যাতনা
যদি ভাবি পেশা বটে ডাক্তার,সেবিকা,
হাসি মুখে তারা দেয় মননে সান্তনা
সেবা কর্মে ব্রতী তারা অনন্য ভূমিকা।
মিষ্ট মুখে কথা বলে ভাবি মনে জ্ঞাতি
সুস্থ হলে চিত্তে হাসি ধন্য নারী জাতি।